রাশফি- রুশ বাহিনীর হামলার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে গেলেন ইউরোপের তিনটি দেশের প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার তাঁরা পোল্যান্ড থেকে ট্রেনে চড়ে কিয়েভে যান। প্রায় তিন সপ্তাহ আগে যুদ্ধ শুরুর পর প্রথম অন্য কোনো দেশের সরকারপ্রধান হিসেবে তাঁরা কিয়েভে গেলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁদের বৈঠকের কথা রয়েছে।
এদিকে রুশ বাহিনীর হামলা বাড়ায় কিয়েভে গতকাল রাত ৮টা থেকে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। যুদ্ধ বন্ধে গতকালও সমঝোতা আলোচনায় বসেছেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। গতকাল রাত ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলোচনার ফলাফল জানা যায়নি।
Comments
Post a Comment